উইন্ডোজ পিসির গতি বৃদ্ধি করার উপায়
নতুন অবস্থায় একটা Celeron প্রসেসরের 4GB র্যাম ওয়ালা কম্পিউটারও ফাস্ট মনে হয়। কিন্তু ২-৩ বছর ব্যবহারের পর একটা Core-i7 প্রসেসরের 16GB র্যাম ওয়ালা কম্পিউটারকেও স্লো মনে হয়। ইলেকট্রনিক ডিভাইস নিয়মিত ব্যবহারের ফলে পারফরম্যান্স ড্রপ করবে এটাই স্বাভাবিক। কিন্তু নতুন কেনা পিসি যদি ২-৩ বছর ব্যবহারের পরেই অনেক স্লো হয়ে যায় তবে সেটাকে অস্বাভাবিকই বলতে হবে। একটি পিসির স্পিড তার কনফিগারেশনের উপর যতটুকু নির্ভর করে, ঠিক ততটুকুই নির্ভর করে তার ব্যবহারকারীর উপর। ব্যবহারকারী যদি তার পিসি নিয়মিত কিছু নির্দিষ্ট নিয়ম মেনে পরিচালনা করে, তাহলে ৪-৫ বছর পরও ভালো স্পিড পাবে। আর যদি নিজের ইচ্ছামতো পরিচালনা করে তাহলে ৪-৫ মাস পরেই পিসি স্লো মনে হবে। এখন, এই নির্দিষ্ট নিয়মগুলো বিভিন্ন এক্সপার্টদের মতে বিভিন্ন রকম। তাছাড়া পিসির হার্ডওয়্যারগুলোকে কতটা যত্ন করা হচ্ছে তার উপরেও পিসির স্পিড নির্ভর করে। সেসব নিয়ে লিখতে গেলে একটা ছোটখাট বই-ই লেখা হয়ে যাবে। তাই শুধুমাত্র সফটওয়্যারের দিকটা মেইনটেইন করে কীভাবে উইন্ডোজ পিসির গতি বৃদ্ধি করা যায় তা সম্পর্কেই লিখেছি এই পোস্টে। ১। উইন্ডোজ আপডেট করা যখন প্রথম ক