উইন্ডোজ পিসি থেকে কোনো সফটওয়্যার পুরোপুরি আনইন্সটল করার নিয়ম

অনেক সময়ই উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিচালিত পিসি থেকে কোনো সফটওয়্যার আনইন্সটল করার পর দেখা যায় সফটওয়্যারটির শর্টকাট কোনো এক কোণায় থেকে যায়। কিংবা সফটওয়্যারটির ডেটা ফোল্ডারটি থেকে যায় এবং স্টোরেজের একটি বিরাট অংশ দখল করে থাকে। আবার অনেক সময় একটি সফটওয়্যারে সমস্যা দেখা দিলে ট্রাবলশ্যুট করার সময় সেটি রিইন্সটল (আনইন্সটল করে আবার ইন্সটল) করা হলেও সমস্যাটি থেকে যায়। এর কারণ হলো উইন্ডোজ পিসিতে একটি সফটওয়্যার প্রথমবার ইন্সটল করার সময় অনেক ফোল্ডার, এনভাইরনমেন্ট ভেরিয়েবল, রেজিস্ট্রি-কি, টেম্পোরারি ফাইল সৃষ্টি হয়। যা আনইন্সটল করার পরও থেকে যায়। অর্থাৎ উইন্ডোজে কোনো সফটওয়্যার আনইন্সটল করা হলেও তা পুরোপুরি আনইন্সটল হয় না, কিছু লেফটওভার (Leftover = অবশেষ) রেখে যায়। এই লেফটওভার সহ কীভাবে কোনো সফটওয়্যার আনইন্সটল করতে হয় তা ই আজকে জানাবো।

১। ম্যানুয়ালি আনইন্সটল করা (লেফটওভার সহ)

১.১। কন্ট্রোল প্যানেল ব্যবহার করে সফটওয়্যারটি আনইন্সটল করুন

প্রথমে Control Panel ওপেন করুন। তারপর Programs এর আন্ডারে থাকা Uninstall a program -এ ক্লিক করুন। এরপর যে অ্যাপ্লিকেশনটি আনইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন।

১.২। লেফটওভার ফোল্ডারগুলো ডিলিট করুন

প্রথমে File Explorer ওপেন করুন। তারপর C:\Program Files এবং C:\Program Files (x86) পাথে যান। এরপর যে সফটওয়্যারটি আনইন্সটল করেছেন তার নামে কোনো ফোল্ডার আছে কিনা তা চেক করুন। থাকলে সেই ফোল্ডারটি ডিলিট করে দিন।

একইভাবে C:\Users\YourUserName\AppData পাথে গিয়েও একই কাজ করুন। (এখানে YourUserName এর স্থানে নিজের পিসি ইউজারনেম দিতে হবে)

১.৩। সফটওয়্যারটির রেজিস্ট্রি-কি ডিলিট করুন

প্রথমে Registry Editor ওপেন করুন। তারপর Computer\HKEY_CURRENT_USER\Software পাথে যান। এরপর যে সফটওয়্যারটি আনইন্সটল করেছেন তার নামে কোনো রেজিস্ট্রি-কি আছে কিনা তা চেক করুন। থাকলে সেই রেজিস্ট্রি-কি টি ডিলিট করে দিন।

একইভাবে নিচের পাথগুলোতে গিয়েও একই কাজ করুন।

  • Computer\HKEY_LOCAL_MACHINE\SOFTWARE
  • Computer\HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\WOW6432Node (শুধুমাত্র ৬৪বিট উইন্ডোজের জন্য প্রযোজ্য)
  • Computer\HKEY_USERS\.DEFAULT\Software

উইন্ডোজ রেজিস্ট্রি থেকে কিছু ডিলিট করার আগে ব্যাকআপ করে রাখা অপরিহার্য। যাতে কিছু ভুল হয়ে গেলে আপনি সিস্টেমকে আগের অবস্থায় আনতে পারেন। ব্যাকআপ করতে, আপনি যে রেজিস্ট্রি-কি টি ডিলিট করতে চান তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Export অপশনটি সিলেক্ট করুন

১.৪। টেম্পোরারি ফোল্ডার খালি করুন

প্রথমে Run প্রম্পট ওপেন করুন। তারপর temp, %temp% এবং prefetch কমান্ড দিয়ে উক্ত ফোল্ডারগুলোতে থাকা সকল ফাইল ডিলিট করে দিন।

১.৫। পিসি রিস্টার্ট দিন

প্রথমে Start Button -এ ক্লিক করুন। তারপর Power আইকনে ক্লিক করুন। এরপর Restart -এ ক্লিক করুন।

২। থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করে আনইন্সটল করা

এতসব কাজ ম্যানুয়ালি করা অনেকের পক্ষে জটিল লাগার কথা। তাই এই কাজের জন্য থার্ড-পার্টি একটি ফ্রি সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে (যেমন: Revo Uninstaller)। এটি কোনো সফটওয়্যার আনইন্সটল করার পর অটোমেটিক ঐ সফটওয়্যারের লেফটওভার ফাইল/ফোল্ডারগুলো ডিলিট করে ফেলবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ পিসির গতি বৃদ্ধি করার উপায়

কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের দুনিয়ায় প্রবেশের গল্প