মিনি প্রোগ্রামিং প্রজেক্ট ০১: কম্পিউটার শাটডাউন করার প্রোগ্রাম

প্রথমে Start মেনুতে গিয়ে Power আইকনে ক্লিক করে Shut down অপশনে ক্লিক। এভাবেই হয়তো তুমি তোমার কম্পিউটার বন্ধ করো1। কিন্তু আজ আমরা কম্পিউটার বন্ধ করার জন্য একটি প্রোগ্রাম লিখবো, যাতে করে ঐ প্রোগ্রাম ফাইলের উপর ডাবল ক্লিক করলেই কম্পিউটার বন্ধ হয়ে যায়।

প্রোগ্রামটি লেখার জন্য আমরা ব্যবহার করবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই তোমার কম্পিউটারে পাইথন ইনস্টল করা না থাকলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে ফেলো। যেকোনো ভার্শন ইনস্টল করলেই হবে, তবে আমি লেটেস্ট ভার্শনটা ইনস্টল করার পরামর্শ দেব।

ইন্সটল হয়ে গেলে Command Prompt চালু করো (খুঁজে না পেলে Start মেনুতে গিয়ে সার্চ দাও)। Command Prompt চালু হয়ে গেলে python লিখে এন্টার চাপো। যদি নিচের ছবির মতো লেখা-টেখা আসে তবে বুঝবে তোমার কম্পিউটারে পাইথন ঠিকঠাকভাবে ইনস্টল হয়ে গেছে।

কমান্ড প্রম্পট থেকে পাইথনের ইনস্টলেশন চেক

এখন Command Prompt ক্লোজ করে দাও।

এবার Command Prompt আবার চালু করো। লিখো HELP আর এন্টার চাপো। সকল কমান্ডের তালিকা এবং কমান্ডগুলোর কাজ দেখাবে। ওখানে দেখতে পাবে SHUTDOWN নামের একটা কমান্ড আছে। এবার লিখো HELP SHUTDOWN আর এন্টার চাপো। এবার দেখতে পাবে অনেক হাবিজাবি লেখা এসেছে। পুরোটা পড়লে বুঝতে পারবে SHUTDOWN /s কমান্ড দিলে কম্পিউটার একটু সময় নিয়ে বন্ধ হয়ে যায় আর SHUTDOWN /p কমান্ড দিলে কম্পিউটার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এখন নিজে Command Prompt থেকে এই দুটি কমান্ডের কাজ চেক করে দেখতে পারো।

অর্থাৎ বুঝতেই পারছো আমাদের এখন কী করতে হবে? আমাদেরকে এখন এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটা কম্পিউটারকে SHUTDOWN /p কমান্ড দেবে। ফলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তো চলো প্রোগ্রাম লেখার কাজ শুরু করে দেই।

সবার প্রথমে Start মেনুতে গিয়ে IDLE চালু করো। তারপর IDLE চালু হলে File > New File এ ক্লিক করো। একটা নতুন Untitled পাইথন ফাইল তৈরি হবে তাতে এই দুটি লাইন লেখো।

import os
os.system("SHUTDOWN /p")

এবার ফাইলটিকে সেভ করো (আমি Desktop এ shutdown.py নামে ফাইলটি সেভ করেছি)। এখন IDLE ক্লোজ করে Desktop এ আসো। ফাইলটাতে ডাবল ক্লিক করো। দেখবে তোমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে2

দেখলে তো প্রোগ্রামিং করে কী মজার কাজ করা যায়! অতো গুঁতাগুতি কেনো করবে। এখন থেকে শুধু ফাইলটার উপর ডাবল ক্লিক করবে, আর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এটাই প্রোগ্রামিং এর পাওয়ার, সবকিছুই দুই ক্লিকে করা যায়।

চাইলে ফাইলটাকে একটা গেমের নাম দিয়ে রিনেম করে তোমার বন্ধুর কম্পিউটারে দিতে পারো। তোমার বন্ধু গেম ভেবে যেই ফাইলটা খুলবে অমনি তার কম্পিউটার বন্ধ হয়ে যাবে3! বেকুব বনে যাবে তোমার বন্ধু!




1. Windows অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এভাবেই কম্পিউটার বন্ধ করা হয়।

2. এভাবে যদি বন্ধ না হয় তাহলে ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Open এ ক্লিক করো। এভাবেও যদি বন্ধ না হয় তবে ফাইলটি IDLE দিয়ে ওপেন করে দেখো কোডগুলো ঠিকঠাক লিখেছো কিনা (প্রয়োজনে এখান থেকে কপি করে পেস্ট করো)।

3. এটা তখনই কাজ করবে যখন তোমার বন্ধুর কম্পিউটারেও পাইথন ইনস্টল করা থাকবে। তবে তুমি চাইলে উক্ত পাইথন প্রোগ্রাম ফাইলটিকে .exe তে কনভার্ট করে ফেলতে পারো। তখন আর পাইথন ইনস্টল থাকা লাগবে না। (Search in Google: “py to exe convert”)

বিশেষ দ্রষ্টব্য:- অন্যান্য অপারেটিং সিস্টেমে টার্মিনাল থেকে Shut down এর কমান্ড ভিন্ন হতে পারে। এ বিষয়ে একটু খেয়াল রাখতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ পিসি থেকে কোনো সফটওয়্যার পুরোপুরি আনইন্সটল করার নিয়ম

উইন্ডোজ পিসির গতি বৃদ্ধি করার উপায়

কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের দুনিয়ায় প্রবেশের গল্প