মিনি প্রোগ্রামিং প্রজেক্ট ০১: কম্পিউটার শাটডাউন করার প্রোগ্রাম

প্রথমে Start মেনুতে গিয়ে Power আইকনে ক্লিক করে Shut down অপশনে ক্লিক। এভাবেই হয়তো তুমি তোমার কম্পিউটার বন্ধ করো 1 । কিন্তু আজ আমরা কম্পিউটার বন্ধ করার জন্য একটি প্রোগ্রাম লিখবো, যাতে করে ঐ প্রোগ্রাম ফাইলের উপর ডাবল ক্লিক করলেই কম্পিউটার বন্ধ হয়ে যায়। প্রোগ্রামটি লেখার জন্য আমরা ব্যবহার করবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই তোমার কম্পিউটারে পাইথন ইনস্টল করা না থাকলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে ফেলো। যেকোনো ভার্শন ইনস্টল করলেই হবে, তবে আমি লেটেস্ট ভার্শনটা ইনস্টল করার পরামর্শ দেব। ইন্সটল হয়ে গেলে Command Prompt চালু করো (খুঁজে না পেলে Start মেনুতে গিয়ে সার্চ দাও)। Command Prompt চালু হয়ে গেলে python লিখে এন্টার চাপো। যদি নিচের ছবির মতো লেখা-টেখা আসে তবে বুঝবে তোমার কম্পিউটারে পাইথন ঠিকঠাকভাবে ইনস্টল হয়ে গেছে। কমান্ড প্রম্পট থেকে পাইথনের ইনস্টলেশন চেক এখন Command Prompt ক্লোজ করে দাও। এবার Command Prompt আবার চালু করো। লিখো HELP আর এন্টার চাপো। সকল কমান্ডের তালিকা এবং কমান্ডগুলোর কাজ দেখাবে। ওখানে দেখতে পাবে SHUTDOWN নামের একটা কমান্ড আছে। এবার লিখো HELP SHUTD...