কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের দুনিয়ায় প্রবেশের গল্প
আমি একজন কম্পিটিটিভ প্রোগ্রামার। তাই এই লাইনে নতুনরা আমার প্রোগ্রামিং শেখার গল্প শুনতে চাইবে এটাই স্বাভাবিক। এখন সবাইকে তো আর আলাদা আলাদা করে বলা সম্ভব না। তাই চিন্তা করলাম আমার জীবনে কম্পিটিটিভ প্রোগ্রামিং আসার সময় যেসব ঘটনা ঘটে গেছে তা এখানে ব্লগ পোস্ট আকারে লিখে রাখি। যদি কেউ জানতে চায় তাহলে খালি পোস্টের লিংকটা ধরিয়ে দেব। বি:দ্র: পোস্টটা লেখার সময় আমি মনে করেছি যেন আমি আমার ব্যক্তিগত ডায়েরিতে লিখছি। তাই আমার মনের কিছু আবেগ লেখার মধ্যে এসে গেছে। যদি পোস্টটা পড়ার সময় কখনো মনে হয় আমি অহংকার করছি তবে ততক্ষণাৎ পোস্টটি পড়া বন্ধ করে “অহংকারী” কমেন্ট করে চলে যান। ২০১৪ সাল: আমার জীবনে আইসিটির আগমন সদ্য পিএসসি পরীক্ষা পাশ করে মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছি। ১৪ টা বই!! দেখেই মাথা খারাপ! পড়ার আর ইচ্ছা হয় না। একদিন একটা বই দেখলাম, নাম “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি”। আমার এখনো খেয়াল আছে সেদিনই পুরো বইটা পড়ে ফেলেছিলাম। ছোটবেলা থেকেই বিটিভিতে মোস্তফা জব্বার স্যারের “কম্পিউটার” অনুষ্ঠানটা দেখে দেখে কম্পিউটার নিয়ে অনেক আগ্রহ জন্মেছিল। তাই মাধ্যমিক স্তরে উঠেই কম্পিউটার শিখতে চাইলাম। পরিচিত যাদে...